মোঃ আব্দুল হক


সুজলা সুফলা সোনার বাংলা, সুখের আরাধনা।
অল্পে তুষ্ট বাঙালি-মাছে ভাতে,দুধে ভাতে প্রার্থনা।
কলার পাতায় গরম ভাত, নালিতার শাক শ্বান্তনা।
সহস্র অব্দের ইতিহাস বাঙালীর অনুপ্রেরণা।
কত এল কত গেল ইংরেজ, মোগল, তুর্কিরা।
সকলেই হয়েছে তৃপ্ত, স্ফীত; বাংলার মহিমা।


কৃষকের হাসি ফেকাসে মলিন, দীন দরিদ্র।
গৃহিণীর চোখে জল, জীর্ণ ছেড়া কাপড়।
খাবারের খূজে পথশিশু, বেকারের মিছিল।
স্বাধীনতার পতাকা উড়িয়েছি দুবার ৪৭ আর ৭১।
স্বাধীন দেশ, অপূর্ণ সব মৌলিক অধিকার।


ম‌ৌসুমী বায়ু, নদী,খাল, আছে উর্বর ভূমি।
শ্রমিকের বিপ্লবী হাত, সাহসী পুরুষ আর নারী।
স্বাধীনতার পতাকা ওড়াতে হবে আবার হে বঙ্গালী।
সগর্বী স্বফল জাতি, গড়বে স্বপ্নীল ধরনী।
রাত্রির শেষে ঘোর অন্ধকার, তমাশা জ্বালাও মশাল।
স্বপ্ন, সাহস বুকে, সামনে সোনালী সকাল।